Social Icons

Monday, November 21, 2016

র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়ার পথে ব্রাজিল

বিশ্ব র‌্যাংকিংয়ে অনেক দিন ধরে ১ নম্বরে আর্জেন্টিনা। কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব কেড়ে নেওয়ার পথে ব্রাজিল। আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ব্রাজিল। ২৪ নভেম্বর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা পরবর্তী র‌্যাংকিং প্রকাশ করবে। সেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১ নম্বরেই থাকবে। কিন্তু তাদের সাথে ব্যবধান কমিয়ে আনা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে ২ নম্বরে।
লিওনেল মেসিকে ধন্যবাদ দিতে হবে আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা মেসির কৃতিত্বেই ৩-০ গোলে জিতেছে মঙ্গলবার। ওই ম্যাচ তারা হারলে ব্রাজিল ১ নম্বরে চলে যেত। আপাতত শীর্ষস্থান ধরেই রাখলো ব্রাজিলের চির শত্রুরা।
তিতে-নেইমারের ব্রাজিল বহুকাল ধরে শীর্ষে আরোহনের স্বাদ পায়নি। শেষবার তারা বিশ্বের ১ নম্বর ছিল ২০১০ বিশ্বকাপের আগে। ৬ বছর আগের কথা। তবে ওই সময়ের পর এবারের দ্বিতীয় স্থানই তাদের জন্য সেরা।
এবার বিশ্ব র‌্যাংকিংয়ের টপ টেনে দুটি পরিবর্তন আসছে। ব্রাজিল ২ নম্বরে আসছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ নিচে নেমে ৩ এ চলে যাচ্ছে। অন্য পরিবর্তনটি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন চিলির। কলম্বিয়ার সাথে জায়গা বদলে পঞ্চম স্থানে তারা।
ফিফা র‌্যাংকিংয়ের নতুন টপ টেন : ১. আর্জেন্টিনা ২. ব্রাজিল ৩. জার্মানি ৪. বেলজিয়াম ৫. চিলি ৬. কলম্বিয়া ৭. ফ্রান্স ৮. পর্তুগাল ৯. উরুগুয়ে ১০. স্পেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates