সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে। সিরিয়ার সরকারি টেলিভিশন এবং মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিদ্রোহীদের বিতাড়িত করে সরকারি বাহিনী সাখোর এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের মিত্ররা গত সেপ্টেম্বরে আলেপ্পোর পুনর্নিয়ন্ত্রণ নিতে ব্যাপক অভিযান শুরু করে। সপ্তাহান্তের প্রচণ্ড লড়াইয়ের পর হাজার হাজার বেসামরিক নাগরিক বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে পালিয়ে যায়। এদিকে সেখানে অবরুদ্ধ অবস্থার মধ্যেই শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
বিদ্রোহীদের হটিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর পুরো এলাকার পুনর্নিয়ন্ত্রণ নেয়াইছ সরকারি বাহিনীর প্রধান লক্ষ্য। সিরিয়ায় শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের মুখপাত্র স্কট ক্রাইগ জানান, আলেপ্পোর পূর্বাঞ্চলের প্রায় আড়াই লাখ লোকের সাহায্য প্রয়োজন। এদের মধ্যে প্রায় এক লাখ শিশু রয়েছে। তিনি জানান, হাজার হাজার নাগরিক যুদ্ধের কারণে সেখান থেকে পালিয়ে গেছে।
সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, আলেপ্পোর পার্শ্ববর্তী পূর্বাঞ্চলের দিকে সরকারি বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ‘আমাদের প্রকৌশলীরা পেতে রাখা বিভিন্ন বিস্ফোরক ও স্থলমাইন নিস্ক্রিয় করছে।’ এএফপি।
No comments:
Post a Comment