Social Icons

Wednesday, November 23, 2016

ট্যাক্স কার্ড পেলেন সাকিব-তামিম-মাশরাফি

সরকারকে কর দেয়ার দৃষ্টান্ত স্থাপনকারী অনুবর্তিতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফিকে ট্যাক্স কার্ড দেয়া হবে। ২০১৫-১৬ অর্থবছরে কর প্রদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই ট্যাক্স কার্ড দেয়া হবে।
 
এই প্রথমবার কোনো ক্রীড়া ব্যক্তিত্বকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে এই বিষয়ে একটি নোটিশ জারি করেছে। নোটিশ অনুযায়ী ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। বৃহস্পতিবার এই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হবে। সাকিব ও তামিম ঢাকা ট্যাক্স জোন ১ এ কর দিয়েছেন এবং মাশরাফি ঢাকা ট্যাক্স জোন -৭ এ কর দেন। 
 
একবছর মেয়াদি এই ট্যাক্সকার্ডধারীরা রাষ্ট্রনিয়ন্ত্রিত বিমান বাহিনী, রেলগাড়ি ও জলপথে সিট রিজার্ভেশনে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালের কেবিন, হোটেল বুকিংয়ে অগ্রাধিকার পাবেন কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মানুষকে করদানে উৎসাহিত করতে ক্রীড়া, প্রকৌশল, মুক্তিযোদ্ধাসহ সব ক্ষেত্রের মানুষকে এই ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates