হাইতির প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী জোভেনাল মোইজি বিজয়ী হয়েছেন। তিনি দেশের সাবেক প্রেসিডেন্ট মাইকেল মার্টলি সমর্থিত প্রার্থী।
সোমবার সরকারি প্রাথমিক ফলাফল থেকে একথা জানা যায়। প্রভিশনাল ইলেক্টোরাল কাউন্সিল প্রধান উদার অ্যান্টোনি জানান, মোইজি বিরোধী দল এলএপিইএইচ’র প্রার্থী জুদ সেলেস্টিনের চেয়ে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে মোইজি ৫৫.৬৭ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে বিরোধী দলীয় প্রার্থী সেলেস্টিন ১৯.৫২ শতাংশ ভোট পান।
এছাড়া নির্বাচনে তৃতীয় স্থানে থাকা প্রার্থী জিয়ান চার্লেস ১১.০৪ শতাংশ এবং চতুর্থ স্থানে থাকা প্রার্থী মারিজ নার্সিজ পেয়েছেন মাত্র ৮.৯৯ শতাংশ ভোট। হাইতির নির্বাচনে যে প্রার্থী অর্ধেকেরও বেশী ভোট পান তাকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। এএফপি।
No comments:
Post a Comment