খুব শীঘ্রই ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের মাধ্যমে নিজের সন্তানকে দেখতে পাবেন সন্তানসম্ভবা বাবা-মা। বাস্তবধর্মী ৩ডি ইমেজিংয়ের নতুন এই প্রযুক্তি উদ্ভাবন করেছে ব্রাজিলের একদল গবেষক।
গবেষক দলটি এমআরআই এবং আল্ট্রাসাউন্ড ডেটা ব্যবহার করে ভ্রূণের জীবন্ত মডেল ভার্চুয়াল রিয়ালিটিতে আনতে সক্ষম হন। এক্ষেত্রে তারা ফেইসবুকের মালিকানাধীন অকুলাস রিফট ভিআর হেডসেট ব্যবহার করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
এর আগে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে বাচ্চার ঝাপসা পোলারয়েড ছবি দেখা যেত। এবার নতুন প্রযুক্তির মাধ্যমে তাদের ‘বাস্তবধর্মী জীবন্ত ছবি’ দেখতে পাবেন বাবা-মা। এই প্রযুক্তির মাধ্যমে বাচ্চার জন্মগত সমস্যাও শনাক্ত করা যাবে বলে জানানো হয়। তা ছাড়া এটি গর্ভাবস্থায় বাচ্চার উন্নতিও দেখাবে।
এমআরআই টুকরো ব্যবহার করে স্ক্যান থেকে ৩ডি মডেল তৈরি করে এই প্রযুক্তি। একবার পরিপূর্ণ মডেল তৈরি হয়ে গেলে সেটি ভার্চুয়াল রিয়ালিটিতে দেখা যাবে।
এই প্রকল্পের এক গবেষক ব্রাজিলের রিও ডি জেনিরো-র ক্যাল নিকা ডি ডিয়ান স্টিকো পর ইমাজেম-এর ড. হেরন ওয়ার্নার জুনিয়র বলেন, “ভ্রুণের ৩ডি মডেল ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির সঙ্গে মিলে আমাদেরকে ভ্রূণের শারীরিক চরিত্র আরও ভালোভাবে বুঝতে এবং শিক্ষা ক্ষেত্রে ব্যবহারে সহায়তা করবে।”
এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা শুধু তার মাথা নাড়িয়েই ভ্রূণ পরীক্ষা করে দেখতে পারবেন। এমনকি এটি তার হৃদস্পন্দনও শোনাবে বলে জানানো হয়।
অকুলাস রিফট বিষয়ে ড. ওয়ার্নার বলেন, “অকুলাস রিফট-এর সঙ্গে অনুভূতি ছিল দারুণ।
অকুলাস রিফট বিষয়ে ড. ওয়ার্নার বলেন, “অকুলাস রিফট-এর সঙ্গে অনুভূতি ছিল দারুণ।
No comments:
Post a Comment