আর্জেন্টিনার পশ্চিমাঞ্চল ও চিলির বেশ কয়েকটি এলাকায় স্থানীয় সময় রবিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। তবে এতে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
আর্জেন্টিনার আবহাওয়া ইন্সটিটিউট জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০টা ৫৭ মিনিটে) সান জুয়ান প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। সমুদ্র পৃষ্টের ১৩০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।
চিলির জাতীয় জরুরি অফিস (ওএনইএমআই) জানায়, চিলিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কোনো প্রবাসীর ক্ষয় ক্ষতি হয়নি।
চিলির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকার আতাকামা, কোকিম্বো, ভ্যালপারাইসো, ও’হিগগিন্স ও সান্টিয়াগো মেট্রো এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়। বাসস।
No comments:
Post a Comment