প্রেসিডেন্ট হিসেবে দিনের পুরো সময়টা যুক্তরাষ্ট্রের দেখভালের পেছনে ব্যয় করতে নিজের ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যাতে কোনো স্বার্থদ্বন্দ্ব সৃষ্টি না হয় সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার এক টুইট বার্তায় এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স, এএফপির।
ট্রাম্প টুইট করেছেন, ব্যবসায়িক কর্মকাণ্ড পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলছে। ১৫ ডিসেম্বর নিউইয়র্কে তিনি তার সন্তানদের নিয়ে বিশাল সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। আমেরিকাকে আবারও মহান করার উদ্দেশ্যে যাতে তিনি সম্পূর্ণ মনোযোগী হতে পারেন সে জন্য ব্যবসায়িক কর্মকা পুরোপুরি ছেড়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সেখানে। তিনি আরও লিখেছেন, আইনগতভাবে কোনো বাধা না থাকলেও তিনি মনে করেন এটি ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ।
নির্বাচনী প্রচারের সময় ব্যবসার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে কোনো ঝামেলা হবে না বলে দাবি করেছিলেন ট্রাম্প। তারপর থেকেই আইনজীবী ও নৈতিক কাউন্সিলররা তীব্র সমালোচনা করে আসছিলেন ট্রাম্পের। বুধবার (স্থানীয় সময়) সকালে শেষ পর্যন্ত পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলেন এই আবাসন ব্যবসায়ী।
Wednesday, November 30, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment