মিনাসেরাইস ভূমি কর্তৃপক্ষ জানিয়েছেন অন্তত ২০০০ পরিবার নিয়ে একটি সিটি হতে পারে। কিন্তু বর্তমানে ব্রাজিলে প্রবাসী বাংলাদেশির পরিমান অনেক কম। তাই ভবিষ্যতে অবশ্যই বাঙ্গালীদের স্বপ্ন পূরণ হবে বলে তিনি জানান।
ব্রাজিলে সবচেয়ে বেশি বাঙ্গালীর বসবাস বাণিজ্যিক নগরী সাও পাওলো তে। তবে পারানা ,ব্রাজিলিয়া তেও কম নয়। বর্তমানে যারা ব্রাজিলে আছেন এদের মধ্যে প্রায় সবাই ব্রাজিলের পার্মানেনচ্ছি কার্ড পেয়ে গেছেন। আর যারা এখনো পাননি তারাও কয়েক মাসের মধ্যে পেয়ে যাবেন।
ব্রাজিলে বসবাসরত বাঙ্গালীরা ধীরে ধীরে সবার পরিবার ,সন্তানদের নিয়ে যাচ্ছে। আর আসতে আসতে বাড়তে শুরু করেছে বাঙালি পরিবার। আর তাদের নিয়েই শুরু হবে ব্রাজিল বাঙ্গালী সিটি।
No comments:
Post a Comment