প্রোপাগান্ডা ও সাইবার আক্রমণের মাধ্যমে জার্মান সমাজ ও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলা চেষ্টার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। জার্মানির আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে।
জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক বছর আগে বিএফভি এজেন্সি রাশিয়াকে এই প্রচ্ছন্ন হুমকি দিল। বৃহস্পতিবার এজেন্সি প্রধান হ্যান্স জর্জ ম্যাসেনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য ফেডারেল নির্বাচনকে প্রভাবিত করার ক্রমাগত চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে জার্মান রাজনীতিবিদদের লক্ষ্য করে সাইবার গোয়েন্দাগিরি পরিচালনা করা হচ্ছে। ম্যাসেন বলেন, মতামত তৈরি করতে স্বয়ংক্রিয় ‘বট’ ব্যবহার করে ভুয়া সংবাদ ছড়াতে পারে।
এর আগে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া অবশ্য এর আগে বাইরের কোনো দেশে সাইবার আক্রমণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এনডিটিভি।
No comments:
Post a Comment