বিয়ে হল। তারপর জাস্ট ম্যারিডের মধু মাখানো বিছানা নাকি পাতা থাকবে চাঁদে।
হোটেলের ঘরের জানালা দিয়ে চাঁদ দেখার বদলে, একেবারে চাঁদের মাটিতেই বিয়ের গোলাপী বিছানায় রাত কাটবে। আহা! এও কি সত্যি! এমন সুযোগই নাকি পাওয়া যাবে আগামী ১০ বছরের মধ্যেই। দাবি ভারতীয় গবেষকের হাতে তৈরি ফ্লোরিডার এক মহাকাশ অনুসন্ধানকারী সংস্থার। ভারতীয় মুদ্রায় আনুমানিক মাত্র সাড়ে সাত লাখ টাকায় এই অভিযান সম্ভব হবে। যদি চাঁদে যাওয়ার একান্তই ইচ্ছা থাকে, তাহলে শুধু বিয়েটা কয়েকবছর পিছিয়ে দিলেই চলবে। ভারতীয় বিজ্ঞানী নবীন জৈন কয়েকদিন আগেই দাবি করেন, ১০ বছরে মধ্যেই চাঁদে যাওয়ার খরচ কমবে। সাধারণ মানুষও ইচ্ছা হলেই চাঁদে যাতায়াত করতে পারবেন। কাটাতে পারবেন ছুটি। নবীন জৈনের সংস্থা মুন এক্সপ্রেস এই চন্দ্রযানটি তৈরি করে ফেলেছেন। কিন্তু বাস্তব রূপায়ণের জন্য সাহায্য দরকার। এই আশ্চর্য কর্মকাণ্ডে জৈন এলন মাস্কের জনপ্রিয় সংস্থা স্পেস এক্সের সাহায্য চেয়েছেন। সেই সাহায্য পাওয়া হয়ত সময়ের অপেক্ষা। কারণ, গত আগস্টেই মার্কিন প্রশাসনের তরফ থেকে এই বেসরকারি সংস্থাটিকে চাঁদে একটি রোবটিক ল্যান্ডার পাঠানোর অনুমতি দেয়া হয়। এই প্রথম কোন মহাকাশ কেন্দ্রিক বেসরকারি উদ্যোগকে পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
সূত্র: আজকাল
No comments:
Post a Comment