Social Icons

Monday, December 5, 2016

ভুয়া মার্কিন দূতাবাসে পাওয়া যাচ্ছিল বৈধ ভিসা

খোদ একটি দেশের রাজধানীতে অবস্থিত একটি ভবন। ঢেউ করা লোহার ছাদ বিশিষ্ট দোতলা ভবনের রংটা দেখতে অনেকটা গোলাপী। বাইরে উড়ছে যুক্তরাষ্ট্রের পতাকা। আর ভেতরে টানানো প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের আদলে যাবতীয় আয়োজন। গত প্রায় এক দশক ধরে ঘানার রাজধানী আক্রায় এভাবে সবাইকে ধোঁকা দিয়ে ভিসা ইস্যু করে আসছিল এই ভুয়া মার্কিন দূতাবাস।

বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্রের নামে আস্ত একটা দূতাবাস চালিয়ে আসছিল একটা দুর্বৃত্ত চক্র। আর অবৈধভাবে পাওয়া বৈধ ভিসা ইস্যু করা হতো এখান থেকে। অর্থের বিনিময়ে সরবরাহ করতো জাল পরিচয়পত্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ভুয়া মার্কিন দূতাবাসটি এই গ্রীষ্মে বন্ধ করে দেয়া হয়।

এতে বলা হয়, 'এটি যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক পরিচালিত ছিল না। ঘানা এবং তুরস্কের একটি সংঘবব্ধ দুর্বৃত্ত চক্রের কিছু সদস্য এবং অভিবাসন ও ফৌজদারি আইনের একজন ঘানার অ্যাটর্নি জেনারেল এটি চালাতো।'

ওই তুর্কি নাগরিকরা ইংরেজি এবং ডাচ বলতে পারতো। তারাই নিজেদের কনস্যুলার এবং স্টাফ পরিচয় দিয়ে এর কর্মকাণ্ড পরিচালনা করতো।

নেদারল্যান্ডসেরও একটি ভুয়া দূতাবাসের খোঁজ মিলেছে। তবে রোববার নাগাদ দেশটির কোনো কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।

দুর্বৃত্ত চক্রটি প্রতারণার মাধ্যমে পাওয়া বৈধ ভিসা ইস্যু করতো। এছাড়া তারা প্রত্যেকটি ছয় হাজার ডলারের বিনিময়ে জন্মনিবন্ধনসহ ভুয়া পরিচয়পত্র ইস্যু করতো।
  
ওই ভবনে অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ভারত, দক্ষিণ আফ্রিকা ও শেনজেন জোনের বৈধ ও জাল ভিসা এবং ১০টি দেশের ১৫০টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates