Tuesday, December 6, 2016
বসনিয়ায় মুসলিম হত্যার জন্য গ্রেফতার ৮
বসনিয়া পুলিশ দেশটি ১৯৯০-এর দশকের যুদ্ধের শুরুতে শিশুসহ প্রায় ১২০ জন মুসলিমকে হত্যার সঙ্গে জড়িত থাকার জন্যে সন্দেহভাজন আট জাতিগত সার্বকে মঙ্গলবার গ্রেফতার করেছে।
রাষ্ট্রীয় কৌঁসুলির দফতর জানায়, এই আটজনকে ১৯৯২ সালের জুলাইতে প্রিজেডরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১৫ বালকসহ ১২০ জন মুসলিমকে আটক ও হত্যায় ভূমিকা থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
রাষ্ট্রীয় কৌঁসুলির দফতরের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা সে সময় একটি স্থানীয় ক্রাইসিস কমিটি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য ছিলো।
বসনিয়ার সার্বরা ১৯৯২ সালের এপ্রিলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সার্ব ছাড়া অন্যদের তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য করে। তারা হাজার হাজার লোককে বিভিন্ন বন্দী শিবিরে আটকে রেখে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালায় এবং অনেককে হত্যা করে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment