চিলির পাহাড়ঘেরা বন্দরনগরী ভালপারাইসোতে সোমবার (২ জানুয়ারি) ভয়াবহ দাবানলে বনভূমি এবং ১০০ বাড়িঘর পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ অধিবাসীদের সরিয়ে নিতে সক্ষম হলেও এ ঘটনায় ১৯ জন আহত হয়েছে।
পানি নির্গমণকারী বিমান এবং হেলিকপ্টারসহ শতাধিক ফায়ারসার্ভিস কর্মীকে আগুন নেভানোর কাজে নিযুক্ত করা হয়েছে। চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট টুইটারে বলেন জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিনি দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
দেশটির আভ্যন্তরীণ মন্ত্রী মাহমুদ আলেউ জানিয়েছেন দাবানলে ঐ এলাকায় অবস্থিত ৫০০ বাড়িঘরের মধ্যে ১০০টি পুড়ে গিয়েছে। ধোয়ার কারণে শ্বাস নিতে সমস্যা হওয়াতে ১৯ জন অসুস্থ হয়ে পড়েছে। সৌভাগ্যবশত কেউ মারা যায়নি।
চিলির ন্যাশনাল ইমারজেন্সী অফিস এক বিবৃতিতে জানিয়েছে দাবানলে ১২৩ একর বনভূমি পুড়ে গিয়েছে। ভালপারাইসো মূলত একটি ঐতিহাসিক বন্দরনগরী এবং দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। সূত্র: এএফপি
Tuesday, January 3, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment