যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২ জানুয়ারি) টুইটারে বলেন যুক্তরাষ্ট্রের সীমানায় পৌছানোর মত পারমাণবিক মিসাইল উত্তর কোরিয়া তৈরি করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) তৈরির কাজ শেষ পর্যায়ে ঘোষণা দেয়ার একদিন পরই ট্রাম্প এ কথা বলেন।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, "উত্তর কোরিয়া শুধু ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সীমানায় পৌছানোর ক্ষমতা সম্পন্ন পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে। সেটা ঘটবে না।" এর আগেও ওয়াশিংটন ঘোষণা দিয়েছে তারা কখনো উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেনা।
উত্তর কোরিয়া ২০১৬ সালে নজীরবিহীনভাবে ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘ ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালেস্টিক মিসাইল তৈরির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছর ৯ সেপ্টেম্বর পিয়ংইয়ং পঞ্চম এবং সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালালে এই নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়। সূত্র: এএফপি
Tuesday, January 3, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment