মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়ে ইসলামের ওপর বক্তৃতা করবেন। তিনি মূলত ইসলামে মৌলবাদ আছে কিনা সেই সম্পর্কে বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে অন্তত ৫০ টি মুসলিম দেশের নেতারা অংশ নেবেন।
মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার এই তথ্য জানিয়েছেন। চলতি সপ্তাহের শেষ দিকে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটাই তার প্রথম বিদেশ সফর।
ম্যাকমাস্টার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে একই শত্রুর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একত্র করা। প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামের শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়েও বক্তৃতা করবেন। এর মাধ্যমে মুসলিম অংশীদারদের প্রতিও আমাদের অঙ্গীকার প্রকাশ পাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প একটি সেন্টার উদ্বোধন করবেন যেখানে মৌলবাদ এবং ইসলামের আধুনিকায়ন নিয়ে গবেষণা হবে।
এবিসি নিউজ।
No comments:
Post a Comment