Social Icons

Friday, May 12, 2017

সম্পর্কের বিচ্ছেদ থেকে যেসব শিক্ষা পাওয়া যায়

অনেক সময় ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। অনেকেই এই বিচ্ছেদের বিষয়টি মানতে পারে না। এমনকি স্বাভাবিকভাবে নিতে পারে না। কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কেউ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে, কেউ বা আত্মহননের মতো পথ বেছে নেয়। কিন্তু এই সম্পর্কের বিচ্ছেদ আপনাকে শক্তিশালী করে তুলতে পারে। কিভাবে সেই সম্পর্কেই নিচে আলোচনা করা হল-
১. বাস্তবতা শেখায়
সম্পর্কের ভেতর আবেগ গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ডেট করা, উপহার আদান-প্রদান এবং ছোট ছোট বিষয়ে অভিমানের মতো ব্যাপার থাকে। অন্যদিকে যখন বিচ্ছেদ ঘটে, তখন জীবনের প্রকৃত বাস্তবতা সামনে আসে। যার ফলে পরে কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনি আরো বেশি সচেতন হবেন।
২. আত্মবিশ্বাস বাড়ায়
সম্পর্ক থাকার সময় অধিকাংশ মানুষ কোনো সমস্যা কিংবা বিষণ্ণতায় ভুগলে সঙ্গীর ওপর নির্ভর করেন। আর বিচ্ছেদের পর বুঝতে পারবেন, ভালো থাকা আসলে নির্ভর করে নিজের ওপর। আর এ সময় আপনি আত্মনির্ভরশীল হতেও শিখবেন।
৩. জীবনে কোনো কিছুই স্থায়ী নয়
পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না। মানুষের অনুভূতিরও পরিবর্তন ঘটে। সম্পর্ক বিচ্ছেদ মানে সব শেষ হওয়া নয়, নতুন করে শুরু করা।
৪. নতুন করে বাঁচতে শেখায়
অনেকেই বলে, প্রেম জীবনে একবার আসে। কথাটি ভিত্তিহীন। কেননা, বাধা পেরিয়ে সামনে নতুন করে এগিয়ে যাওয়ার নাম জীবন। সম্পর্কে বিচ্ছেদ ঘটলে নতুন করে জীবন শুরুর প্রেরণা পাবেন।
৫. জীবন মানেই সংগ্রাম
জীবন ফুলের বিছানা নয়। অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। সম্পর্কে বিচ্ছেদের ফলে মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু এর মধ্য দিয়েই আপনি পুনরায় নিজের পায়ে দাঁড়াতে পারবেন, যা আপনাকে আগের তুলনায় স্বাবলম্বী করে তুলবে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates