কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যবর্তী প্রত্যন্ত সীমান্ত এলাকায় সোমবার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে প্রথমে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ এবং এর প্রায় দুই ঘন্টা পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩।
সংস্থা জানায়, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল আলাস্কার স্কেগওয়ের প্রায় ৮৩ কিলোমিটার কানাডার ইউকন ভূ-খণ্ডের একটি প্রত্যন্ত এলাকায়। তারা আরো জানায়, প্রথম দফার ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় ১২ টা ৩১ মিনিটে ভূ-পৃষ্ঠের ২.২ কিলোমিটার গভীরে আঘাত হানে। দ্বিতীয় দফার ভূমিকম্প গ্রিনিচ মান সময় ১৪ টা ১৮ মিনিটে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এএফপি।
No comments:
Post a Comment