Sunday, May 14, 2017
সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছরের মেয়ে
আবারও সেই ভারতের হারিয়ানা রাজ্যের রোহতাক। অভিযোগ পাওয়া গেল আরেকটি মর্মান্তিক ধর্ষণের। ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। ডাক্তাররা নিশ্চিত করেছেন, লাগাতার ধর্ষণের পর ১০ বছরের মেয়েটি এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা।
রোববার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, পেটের টানে মেয়েকে বাড়িতে রেখেই কাজে বেরিয়ে যেতেন মা। দিন মজুরের কাজ। অনেক সময় কয়েক দিনের জন্য রাজ্যের বাইরেও যেতে হত মাকে। আর মেয়ের দেখভালে বাড়িতে রেখে যেতেন স্বামীকে। কিন্তু স্বপ্নেও ভাবেননি যে রক্ষার দায়িত্বে যাকে রাখা হয়েছে, সেই স্বামীই হবে তার মেয়ের ধর্ষক।
অভিযোগ করা হয়, দীর্ঘ দিন ধরে ১০ বছরের মেয়েকে ধর্ষণ করেছে ওই সৎ বাবা। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে নেয়া হলে সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেছে চিকিৎসকেরা। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই ঘটনাটি সামনে আসে।
এ ঘটনার পরে মেয়েটিকে জি়জ্ঞাসা করলে সেও মুখ খোলে। সে জানায়, সুযোগ পেলেই ওই ব্যক্তি তাকে যৌন নিপীড়ন চালাতো। আবার ভয়ও দেখাত। তাই সে এত দিন কাউকে বিষয়টি জানানোর সাহস পায়নি।
এর আগে গত শুক্রবার রাতে রোহতাকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয় এক তরুণীকে। রোহতকের এক ফাঁকা এলাকা থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। গণধর্ষণের পর তার পরিচয় গোপন রাখতে তরুণীর মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় অভিযুক্তরা। যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের এখনও খোঁজ চলছে। এরইমধ্যে ফের আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে এল রোহতাকেই।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment