ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন। পাঁচ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার একটি সাক্ষ্যদানে তিনি এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে বলেন, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্লাট নেয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
লুলা এই মামলাকে ‘অবৈধ’ ও ‘প্রহসনের’ বলে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে বারবার প্রত্যাখ্যান করেছেন তিনি। এসময় তিনি পুরোপুরি নির্দোষ বলেও দাবি করেন।
তবে দোষী সাব্যস্ত হলে তাকে কারাগারে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপরও এ অভিযোগ থেকে মুক্তি পেলে আগামী বছর দেশটির নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান লুলা।
‘৭১ বছর বয়েসী প্রবীণ এই রাজনীতিবিদ অনেক ব্রাজিলীয়র কাছেই নায়ক হিসেবে বিবেচিত’ উল্লেখ করে পেট্রোব্রাস দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা বিচারক সার্জিও মেরো বলেছেন, ‘তিনি ব্রাজিলে গাড়ির ধোয়া নামে পরিচিত ছিলেন।’ বিবিসি।
No comments:
Post a Comment