Social Icons

Friday, May 12, 2017

মিয়ানমারে মুসলিমদের সঙ্গে সহিংসতায় সাত বৌদ্ধধর্মাবলম্বী আটক


মিয়ানমারে স্থানীয় মুসলিমদের সঙ্গে সংঘর্ষ বাধানো ও পরবর্তীতে সহিংসতা উস্কে দেয়ার অজুহাতে সাত বৌদ্ধধর্মাবলম্বীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আটক করা হয়েছে। 
 
এর আগে, তাদের কয়েকজনকে ইয়াঙ্গুনের মিংগালার তুঙ্গ নান্ট শহরে রোহিঙ্গারা ‘অবৈধ’ বলে বিক্ষোভ ও প্রতিবাদ করতে দেখা যায়। এসময় তাদের সঙ্গে দেশটির সংখ্যালঘু মুসলিমদের সংঘর্ষ বেধে যায়। এতে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র বিদ্বেষী মনোভাব পোষণের কারণে তাদের উপর চড়াও হয় বৌদ্ধ জাতীয়তাবাদীরা। 
 
যদিও মিয়ানমারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম অধিবাসীর বসবাস রয়েছে। তারপরও মিয়ানমারের সরকার তাদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবেই বর্ণনা করে। এমনকি দেশটির সাধারণ বার্মিজদের কাছেও নাগরিক অধিকার পাওয়ার ক্ষেত্রে তারা ব্যাপকভাবে বঞ্চিত হয়ে আসছে।

 বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates