Social Icons

Wednesday, May 17, 2017

শাকিব খানের মতো বাপ্পারাজকে শোকজ নোটিশ পরিচালক সমিতির ।


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার বিরহ আর সেক্রিফাইস চরিত্রের অভিনয় যুগ যুগ দাগ কেটে থাকবে দর্শক হৃদয়ে। বর্তমানে চলচ্চিত্রের বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনায় তিনি। বিশেষ করে পরিচালক সমিতির কার্যকলাপ নিয়ে কথা বলায় শাকিব খানের মতো তাকেও শোকজ নোটিশ পাঠিয়েছেন সমিতির নেতারা। 

সাক্ষাৎকার ------

সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করলেন। ভোটে কারচুপি নিয়ে কথা উঠেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

** সারা দিন ভোটের পরিবেশ দেখে বেশ আনন্দ লেগেছে। একসঙ্গে সব আর্টিস্টকে সাধারণত দেখা যায় না। ভোটের দিন তারা সবাই এসেছেন। উৎসবের আমেজে ভোট দিয়েছেন। তবে দিনের শেষের যে গল্প শুনলাম বা গণমাধ্যমে পড়েছি, তা একেবারেই শিল্পীদের সঙ্গে যায় না। ভোট গণনা নিয়ে এ ধরনের ঘটনা ঘটবে তা একেবারেই অপ্রত্যাশিত। এখন বিষয়টি নিয়ে কথা বলতেও খারাপ লাগে। বিষয়টি নিয়ে এখন আইনি প্রক্রিয়ায় এগোনো হচ্ছে। এটিও কাম্য ছিল না।

* আপনি নির্বাচনের আগে শাকিব খান ইস্যুতে পরিচালক সমিতির বিষয়াদি নিয়ে কথা বলেছিলেন। নির্বাচনে তার কোনো প্রভাব পড়েছে বলে কী আপনি মনে করেন?

দেখুন আমি ওই সময় অন্যায় কিছু বলিনি। সে কথার বিপরীতে যদি নির্বাচনে প্রভাব পড়েও থাকে তাতে আমার দুঃখ নেই। তবে এমনটি হওয়ার কথা নয়।

* সমিতির সদস্যদের নিয়ে মন্তব্য করায় আপনাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?

** হ্যাঁ, পরিচালক সমিতি থেকে আমি নোটিশ পেয়েছি। সেখানে আমার বিরুদ্ধে চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় করা হয়েছে, এমন অভিযোগ আনা হয়েছে। আমি উত্তরও পাঠিয়েছি। দেখা যাক কী হয়।

* উত্তরে কী বলেছেন?

** উত্তরে কী বলেছি সেটি সমিতির মাধ্যমেই জানতে পারবেন আপনারা। তবে আমার মনে হয়েছে সমিতির নেতারা অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তারা বিষয়গুলো সামগ্রিকভাবে চিন্তা করছেন না। আমি যে কথাগুলো বলেছি তার পেছনে যুক্তিও রয়েছে। আমি সেটা উপস্থাপন করেছি। এখন তারা যদি আমাকে নিষিদ্ধ করেন আমার কোনো আপত্তি নেই। নিষিদ্ধ হলে আমার যে পাওনা তারা সেটি মিটিয়ে দিলেই হবে। এর বাইরে আমার আর কোনো কথা নেই। তবে মনে রাখা উচিত পরিচালক সমিতি কারও একার প্রতিষ্ঠান নয়, ব্যক্তি আক্রোশে এটিকে ব্যবহার করাও অন্যায়।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates