ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার বিরহ আর সেক্রিফাইস চরিত্রের অভিনয় যুগ যুগ দাগ কেটে থাকবে দর্শক হৃদয়ে। বর্তমানে চলচ্চিত্রের বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনায় তিনি। বিশেষ করে পরিচালক সমিতির কার্যকলাপ নিয়ে কথা বলায় শাকিব খানের মতো তাকেও শোকজ নোটিশ পাঠিয়েছেন সমিতির নেতারা।
সাক্ষাৎকার ------
সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করলেন। ভোটে কারচুপি নিয়ে কথা উঠেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
* আপনি নির্বাচনের আগে শাকিব খান ইস্যুতে পরিচালক সমিতির বিষয়াদি নিয়ে কথা বলেছিলেন। নির্বাচনে তার কোনো প্রভাব পড়েছে বলে কী আপনি মনে করেন?
দেখুন আমি ওই সময় অন্যায় কিছু বলিনি। সে কথার বিপরীতে যদি নির্বাচনে প্রভাব পড়েও থাকে তাতে আমার দুঃখ নেই। তবে এমনটি হওয়ার কথা নয়।
* সমিতির সদস্যদের নিয়ে মন্তব্য করায় আপনাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
** হ্যাঁ, পরিচালক সমিতি থেকে আমি নোটিশ পেয়েছি। সেখানে আমার বিরুদ্ধে চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় করা হয়েছে, এমন অভিযোগ আনা হয়েছে। আমি উত্তরও পাঠিয়েছি। দেখা যাক কী হয়।
* উত্তরে কী বলেছেন?
** উত্তরে কী বলেছি সেটি সমিতির মাধ্যমেই জানতে পারবেন আপনারা। তবে আমার মনে হয়েছে সমিতির নেতারা অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তারা বিষয়গুলো সামগ্রিকভাবে চিন্তা করছেন না। আমি যে কথাগুলো বলেছি তার পেছনে যুক্তিও রয়েছে। আমি সেটা উপস্থাপন করেছি। এখন তারা যদি আমাকে নিষিদ্ধ করেন আমার কোনো আপত্তি নেই। নিষিদ্ধ হলে আমার যে পাওনা তারা সেটি মিটিয়ে দিলেই হবে। এর বাইরে আমার আর কোনো কথা নেই। তবে মনে রাখা উচিত পরিচালক সমিতি কারও একার প্রতিষ্ঠান নয়, ব্যক্তি আক্রোশে এটিকে ব্যবহার করাও অন্যায়।
No comments:
Post a Comment