আলজেরিয়ায় মঙ্গলবার এয়ার আলজেরি’র বিমান কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটে প্রায় সবধরণের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বেতনের দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল প্রকার বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে বিদেশ থেকে দেশে আসা এয়ার আলজেরি’র বিমান এই ধর্মঘটের আওতার বাইরে রয়েছে। এয়ার আলজেরি’র মুখপাত্র মাওনিয়া বারটোসি বলেন, ‘মূলত বেতনের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। তবে ধর্মঘট দ্রুত শেষ করার লক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।’
এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মঘট শেষ হওয়ার ঘোষণা না দেয়া পর্যন্ত কোন যাত্রী যেন বিমানবন্দরে না যায়।
এএফপি।


No comments:
Post a Comment