রাজধানীতে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে, ডাল ভেঙে রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে অন্তত দুই জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ঝড়ে রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডি,হাতিরঝিল, মিন্টোরোড, বাংলামোটর, তেজগাঁও, পলাশী, খিলগাঁসহ আরও কিছু স্থানে গাছ উপড়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সিটি করপোরেশনের কর্মীদের সহযোগিতায় সেগুলো সরিয়ে ফেলে।
সোমবার রাত ১১টায় রাজধানীতে কালবৈশাখীর ঝড় বয়ে যায়। সেই সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রাজধানীতে ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।




No comments:
Post a Comment