Social Icons

Sunday, May 21, 2017

আল-কুরআনের ১ কোটি পাণ্ডুলিপি ছাপাবে আরব আমিরাত

পৃথিবীর মানুষের জীবন পরিচালনার একমাত্র স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ হল আল-কুরআন। এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের বহু সংখ্যক ছাপানো ও হস্তলিখিত পাণ্ডুলিপি রয়েছে। তারপরও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনূদিত করে উন্নতভাবে ছাপানো হচ্ছে পবিত্র কুরআনের অসংখ্য পাণ্ডুলিপি।
তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক দেশ সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থা এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারের স্বার্থে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর কথা জানিয়েছে।
গত ১৬ মে সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার প্রধান মুহাম্মাদ মাতার আল কায়বি-এর সঙ্গে সংস্থাটির প্রিন্ট ও বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক এবং কুরআন প্রিন্ট সেন্টার ‘মুহাম্মাদ বিন রাশিদ’-এর প্রতিনিধি ফয়সাল সালেম বিন হায়দার-এর মধ্যে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর চুক্তি সাক্ষর হয়।
জানা গেছে, পবিত্র কুরআনের এ সব পাণ্ডুলিপি সব বয়সের মানুষের উপযোগী করেই  ছাপানো হবে। বিভিন্ন সাইজে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নতমানের কাগজে প্রিন্ট করা হবে এই এক কোটি পবিত্র আল-কুরআনের পাণ্ডুলিপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates