ইরাকের মসুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক স্নাইপারকে প্রায় ২.৪ কিলোমিটার দূর থেকে মেগা স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে ব্রিটিশ স্পেশাল ফোর্সের এক সেনা। দ্য সানের প্রতিবেদনে বলা হয়, গুলিটি আইএস জঙ্গি পর্যন্ত পৌছাতে তিন সেকেন্ড লেগেছে।
জানা গেছে, অভিজ্ঞ ওই ব্রিটিশ স্নাইপারের গুলি পলায়নরত ওই জঙ্গির গলায় আঘাত হেনে তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটায়। ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) ইতিহাসে সবচেয়ে কঠিন লং রেঞ্জ শট ছিল বলে ধারণা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত চেইটাক এম২০০ স্নাইপার রাইফেল থেকে গুলিটি করা হয়। এই রাইফেল ৩.২ কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
জানা গেছে আইএসের ওই স্নাইপারকে হত্যা করতে চার ঘণ্টা ধরে তার অবস্থান সুনিশ্চিত করতে হয়েছে। অবস্থান বদল করার সময় ব্রিটিশ ওই স্নাইপারের রেঞ্জের মধ্যে চলে আসায় সেকেন্ডের মধ্যে গুলি করে লক্ষ্যভেদ করা হয়।
একটি সূত্রের বরাতে সান জানায়, এটা ছিল অসাধারণ কাউন্টার স্নাইপার অপারেশন। এসএএস টিম ওই স্নাইপারকে বেশ কয়েকবার রেঞ্জের মধ্যে পেলেও তাকে গুলি করেনি। এত দূর থেকে গুলি করলে অনেকগুলো বিষয় বুলেটের গতিপথের উপর প্রভাব ফেলে। দূরত্বটা এত বেশি ছিল যে লক্ষ্যবিদ্ধ করতে পুরো তিন সেকেন্ড লাগে।
No comments:
Post a Comment