যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ পাওয়া গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় জৈব-রাসায়নিক পদার্থের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এমনকি ষড়যন্ত্রকারীরা ইতিমধ্যে সেদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
এ অভিযোগ-সংবলিত বিবৃতিটি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। বিবৃতিতে বলা হয়, সিআইএ ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) শীর্ষ নেতাকে হত্যার কদর্য ষড়যন্ত্রের নকশা করেছে।
এই অভিযোগের ফলে দেশগুলোর মধ্যে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি এই বিষয়টিকে সমাধান করবেন।
এই অভিযোগের ফলে দেশগুলোর মধ্যে আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি এই বিষয়টিকে সমাধান করবেন।
No comments:
Post a Comment