Social Icons

Friday, May 12, 2017

গলতে শুরু করেছে এন্টার্কটিকার বরফ স্তর


উষ্ণায়নের জেরে বাড়ছে সমুদ্রের তলদেশের তাপমাত্রা। তার ফলে গলছে এন্টার্কটিকার বরফ স্তর। বিজ্ঞানীদের মতে, এই শতাব্দীর শেষে মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বরফস্তর ফিলনার রোন দ্রুত হারে গলতে শুরু করবে। তাদের আশঙ্কা, একবার এই প্রক্রিয়া শুরু হলে তা থামানো যাবে না।
সাধারণত শীতকালে বা ঠিক তার আগে সমুদ্রের তলদেশে থাকা বরফস্তর প্রচুর পরিমাণে লবণ বের করে। যা উল্টে গ্রীষ্মে সমুদ্রের তাপমাত্রা কমিয়ে ওই বরফকে জমাট বাঁধতে সাহায্য করে। মেরু এবং সামুদ্রিক অঞ্চল নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানো গবেষকরা সম্প্রতি এন্টার্কটিকার ফিলনার রোন বরফস্তর লাগোয়া ওয়েডেল সমুদ্রে পরীক্ষা চালান।  
এই পরীক্ষায় তারা দেখেছেন, ওয়েডেল সমুদ্রের তলদেশের তাপমাত্রা আগের থেকে বেড়ে যাওয়ায় সেভাবে সমুদ্রের তলদেশের বরফস্তর জমাট বাঁধছে না। যা ক্রমে পাকাপাকিভাবে শীতল জলের বাঁধকে ভেঙে ফেলবে।  
বিজ্ঞানীরা জানাচ্ছেন ওয়েডেল লাগোয়া আমুন্ডসেন সমুদ্রের উষ্ণতা বেড়ে গিয়েছে। সেই তাপমাত্রা কম করা সম্ভব নয়। সমুদ্র উষ্ণ হতে থাকায় সমুদ্রের তলদেশে বরফ জমছে না। উষ্ণ জলের স্রোত ক্রমেই বরফস্তরের দিকে সরছে। যা গলিয়ে দিচ্ছে এন্টার্কটিকার বরফ। এই স্রোত ক্রমশ আরও উষ্ণ হবে এবং যত তা বরফস্তরের দিকে সরবে, তত দ্রুত স্তর গলবে।  
বিজ্ঞানীদের আশঙ্কা, ২০৭০ সাল থেকে এর প্রমাণ প্রত্যক্ষ হবে বলে । ২১০০ সালের মধ্যে তুষারাবৃত মহাদেশের অধিকাংশই কার্বোন ডাইঅক্সাইডের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে।  

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates