ব্রাজিলের সাও পাওলোতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। এরই মধ্যে ৪০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আন্তর্জাতিক ব্যবসায়ী; দীর্ঘ এক বছর ধরে মাদকদ্রব্য কোকেন চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। অন্তত ৫০০ পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। তারা মাদক আস্তানা ভেঙে দেন।
সাও পাওলোর মেয়র জোয়াও দোরিয়া বলেন, আপাতত অভিযান সম্পন্ন হয়েছে। প্রয়োজনে আবারও শুরু হতে পারে। খাঁটি এক কেজি কোকেনের দাম সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত হতে পারে। কোকেনের বড় ব্যবহারকারী হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য। লাতিন আমেরিকার দেশগুলোতে মাদক ব্যবসায়ীদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। ব্রাজিল যার মধ্যে অন্যতম। সাধারণত আটলান্টিক মহাসাগর হয়ে জাহাজে ইউরোপের বন্দরগুলোতে কোকেন পৌঁছায়।
No comments:
Post a Comment