Social Icons

Sunday, May 14, 2017

আপন জুয়েলার্সের ৬ শাখায় অভিযান, দুটি সিলগালা

অবৈধ স্বর্ণ বিক্রির অভিযোগে আপন জুয়েলার্সের দুইটি শাখা সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ রবিবার সকালে শুল্ক বিভাগের পৃথক দুইটি দল রাজধানীর আপন জুয়েলার্সের চারটি শাখায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুপুর পর্যন্ত গুলশান-২ এর সুবাস্তু নজরভ্যালী ও মৌচাক শাখা সিলগালা করে দেয়ার খবর নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ন পরিচালক শফিউর রহমান।
 
তিনি বলেন, ভ্যাট ফাঁকির আওতায় এসব দোকানে স্বর্ণ বিক্রি করা হচ্ছিল। গুলশান-২ এর সুবাস্তু নজরভ্যালী ও মৌচাক শাখা সিলগালা করে দেয়া হয়েছে। গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের আপন জুয়েলার্সের শাখায় অভিযান চালানো হচ্ছে। আরো একটি দল মৌচাক শাখা অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছে। এছাড়া এ দলটি বায়তুল মোকারক শাখা, সীমান্ত স্কোয়ার মার্কেট ও উত্তরার শাখায় অভিযান চালাবে। 
 
অপরদিকে, এই অভিযানে র‌্যাব সহায়তা করছে বলে জানিয়ে র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, কাস্টমসের উত্তর ও দক্ষিণ বিভাগের চাহিদা অনুযায়ি এ অভিযান পরিচালনা করছি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates