Social Icons

Thursday, November 2, 2017

ব্রাজিলের কার্নিভাল পৃথিবীর সেরা উৎসব । ৭১৯,০০০ আন্তর্জাতিক পর্যটক রিও ডি জেনিরো পরিদর্শন করবে এবার।

ব্রাজিলের সাম্বা নাচের কথা তো সবারই শোনা। কেউ কেউ হয়তো ইউটিউবে বা টিভিতে দেখেও নিয়েছেন। কিন্তু ব্রাজিলের কোনো কার্নিভালে যদি যান তাহলে বুঝতে পারবেন আয়োজনটা আসলে কত বড়। ব্রাজিলের প্রতিটি বড় শহরে কার্নিভাল উপলক্ষে থাকে আলাদা আয়োজন। ব্রাজিলের কার্নিভালগুলো ধর্মীয় আয়োজনের সাথে একাত্ম। সবচেয়ে বেশি উন্মাদনা থাকে রাজধানী রিও-এর কার্নিভালকে ঘিরে। ফেব্রুয়ারি হচ্ছে কার্নিভালের উপযুক্ত সময়। আগে থেকেই পরিকল্পনা করে নিতে পারেন। আর সে সময়ে না পারলে ডিসেম্বরে যেতে পারেন, নিউ ইয়ারের আগে আগে জমজমাট থাকে ব্রাজিল।

ব্রাজিলিয়ানরা দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় বার্ষিক উৎসব কার্নিভাল উপভোগ করার জন্যে জেগে উঠে। এই অনুষ্ঠান পৃথিবীব্যাপী বৃহত্তম মহোৎসব যা উদযাপন করতে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ জনগণ তাদের নগরীর রাস্তায় নেমে আসে। এটি ইউরোপ থেকে আসা এক সংস্কৃতি যার মধ্যে স্থানীয়, আফ্রিকান এবং বিভিন্ন ইউরোপীয় উপাদান মিশ্রিত হয়েছে। ব্রাজিলে এই কার্নিভাল সংস্কৃতি তার নিজস্ব বৈশিষ্ট, জৌলুশ এবং সুনাম খুঁজে পেয়েছে।

বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের কথাই বলুন কিংবা ব্রাজিলের নিজস্ব দৈনন্দিন কোন সঙ্কট হোক, প্রথাগত এই মহোৎসব চলবেই। বৃদ্ধির সাধারণ প্রবণতা অনুসারে এ উৎসব উদযাপনের জন্যে আসা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা গত বছরের চেয়ে আশাতীতভাবে বেশী ২০১৮ । আশা করা হচ্ছে যে এবার এর প্রায় ৭১৯,০০০ আন্তর্জাতিক পর্যটক রিও ডি জেনিরো পরিদর্শন করবে (গতবছর ৭০৫,০০০ ছিল)। ডলারের উচ্চমানের ফলশ্রুতিতে অনেক ব্রাজিলিয়ান তাদের ছুটি বিদেশে না কাটিয়ে সিদ্ধান্ত নেয় যে দেশের মধ্যে কার্নিভাল ভ্রমণে তা উদযাপন করবে।

কার্নিভালের সময় জনগণ বিচিত্র পোশাক পরে, উৎসবে যোগ দেয় বা বিশ্রামের সুযোগ গ্রহণ করে শক্তি সন্চয়ের জন্যে। এটি উদযাপনের সময় দেশটি থমকে দাড়ায়, এবং অনেকে বলে যে কার্নিভালের পরে কেবল নতুন বছর শুরু হয়। জনগণের পোশাকের সৃজনশীলতা দেখে না হেসে পারা যায়না। কারন দেখা যায় পোশাক তৈরিতে স্থানীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়গুলোর অভূতপূর্ব কৌতুকপূর্ণ উপস্থাপন হয়। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় প্রকাশিত কিছু সেরা ফটো এখানে দেখতে পাবেন।


ব্রাজিল সরকারের পর্যটন মন্ত্রনায় আসা করছে এবছর পর্যটক দের ঢল নামবে ব্রাজিলে। কেননা সারা পৃথিবীর যে সকল দেশে ব্রাজিল হাই কমিশন আছে প্রতিটা হাই কমিশনে প্রচুর ভিসা আবেদন জমা পরেছে কার্নিভ্যাল কে ঘিরে । বাংলাদেশ ব্রাজিল হাই কমিশনে অন্য বছরের তুলনায় অনেক বেশি আবেদন পত্র জমা পরেছে ২০১৮ কার্নিভ্যাল কে ঘিরে। দিনে দিনে সারা পৃথিবীর জনপ্রিয় দেশ হিসেবে তৈরি হচ্ছে ব্রাজিল। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates