থাইল্যান্ডের একটি জেল থেকে চীনের ২০ উইঘুর মুসলিম পালিয়েছে। মালয়েশিয়া সীমান্তবর্তী দক্ষিণের প্রদেশ সংখালার জেলে থাকা এসব বন্দী দেয়ালের নীচ দিয়ে গর্ত করে। পরে তারা কম্বল ব্যবহার করে কাটাতারের বেড়া ডিঙিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
২০১৪ সালে থাইল্যান্ডে অবৈধভাবে বাস করা দুই শতাধিক উইঘুরকে গ্রেপ্তার করে থাই নিরাপত্তা বাহিনী। চীন সরকারের নীপিড়ন থেকে বাঁচতে থাইল্যান্ডে পাড়ি জমায় বলে তারা জানায়।
যদিও চীন সরকার তাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে। খবর রয়টার্স
No comments:
Post a Comment