কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তবে, সংসার সুখের শুধুমাত্র স্ত্রীদের জন্যই নয়। স্বামী-স্ত্রী দুজনের গুণেই একটি সংসার সুখের হতে পারে। একইসঙ্গে বেডরুমটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ স্বামী স্ত্রীয়ের মধ্যে সুখ দুখের সমস্ত কিছু নির্ভর করে এই বেডরুমের উপর৷ তাই বেডরুমে পজিটিভ এনার্জি থাকা বিশেষ প্রয়োজন৷
বিবাহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান প্রজন্মের কাছে ডিভোর্স তো কোনও ব্যাপারই নয় এখন। সামান্য সমস্যাতেই দাম্পত্য জীবন ভেঙে চুরমার হয়ে যায়৷ কিন্তু বেশ কিছু বাস্তু টিপস যদি আপনি মেনে চলেন৷ তাহলে এই বিবাহিত জীবন হয়ে উঠবে সুখের৷
১. এক্ষেত্রে বেডরুমের বিছানার উপর বিশেষ জোর দেওয়া উচিত৷স্ট্রেসফ্রি লাইফ পেতে গেলে অবশ্যই এটি মেনে চলুন৷
২.টিভি, কম্পিউটার কিংবা ল্যাপটপ একেবারেই রাখবেন না বেডরুমে৷
৩. পরিবারের কোনও মৃত ব্যক্তির ছবি রাখবেন না ঘরে৷
৪. বেডরুমের মাস্টার বেড কখনও দরজার দিকে মুখ করে রাখতে নেই৷
৫.সিঙ্গেল তোষকের উপরে ঘুমানো আবশ্যিক স্বামী স্ত্রীর৷
No comments:
Post a Comment