বাংলাদেশের ঢাকায় অবস্থানরত ব্রাজিল হাইকমিশনের কর্মকর্তাদের আচরণে অতিষ্ঠ ভিসা প্রার্থীরা।
টুরিস্ট , বিসনেস বা পার্মানেন্ট ফ্যামিলি ভিসা যাই হওক না কেন ভিসা প্রার্থীদের নাজেহাল হতে হয় হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের দারা ।এই ব্যাপারে ব্রাজিল রিলেসাও মিনিস্ট্রিতে একাধিক অভিযোগ পত্র জমা পরেছে । মন্ত্রনালয় বলেছে তদন্ত করে বেবস্থা নিবে অভিযোগকারীদের বিরুদ্ধে ।ব্রাজিল হাই কমিশনের ওয়েবসাইটে এই টেলিফোন নাম্বার গুলো দেয়া থাকলেও কেও ফোন রিসিভ করে না। আর এপয়েন্টমেন্ট ছাড়া কোন দর্শনার্থীর হাই কমিশনে প্রবেশ নিষেধ । এপয়েন্টমেন্ট নিতে সকাল ৯ টা থেকে ৯ টা ৩০ মিনিট এর মধ্যে কল করতে হয় । বাকি সময়ে কল রিসিব করা হয় না ।এমতা অবস্থায় দর্শনার্থীরা এপয়েন্টমেন্ট না পেয়ে মাসের পর মাস অপেক্ষা করছে । অনেক ভিসা প্রার্থী ব্রাজিল থেকে আমন্ত্রন পত্র পেয়েও সময় মত ভিসা আবেদন করতে পারছে না । এর মুল কারন ধরা হয়েছে ব্রাজিল হাই কমিশনে কিছু বাংলাদেশি লোক কাজ করে, যারা নিজেদের বড় অফিসার মনে করেন । তাই তারা দর্শনার্থীদের সাথে খারাপ আচরণ করে থাকেন ।
ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে নতুন করে ব্রাজিলিয়ান কর্মচারী বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ।আরো বলা হয়েছে ব্রাজিলের প্রতিটি বড় শহরে ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস রয়েছে। যদি নতুন করে কোনো দর্শনার্থী হয়রানির শিকার হন তাহলে যার যার শহর থেকে হাইকমিশনের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন ।আমরা অবশ্যই সব অভিযোগের সুষ্ঠু তদন্ত করব । বর্তমানে ঢাকায় ব্রাজিল হাইকমিশন তাদের ঠিকানা পরিবর্তন করেছেন। Bay´s Edgewater (Ground and 1st Floor)
NE(N) 12, North Avenue
Gulshan-2, Dhaka, Bangladesh – 1212. Fax: +88 02 55052130 Email: brasemb.daca@itamaraty.gov.br
Setor Consular: consular.daca@itamaraty.gov.br
ওয়েব সাইট - http://daca.itamaraty.gov.br/pt-br/
Monday, April 16, 2018
ঢাকায় ব্রাজিল হাই কমিশনের আচরণে অসন্তুষ্ট দর্শনার্থীরা । তদন্তের আশ্বাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment