Friday, July 1, 2016
পড়ালেখার খরচ যোগাতে যৌনকর্মীর খাতায় নাম লেখাচ্ছেন যুক্তরাজ্যের শিক্ষার্থীরা!
উত্তোরত্তর বেড়ে চলা জীবন যাত্রার ব্যয়ভার বহন ও বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ টিউশন ফির যোগান দিতে যুক্তরাজ্যের শিক্ষার্থীরা যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। অর্ধেকেরও বেশি শিক্ষার্থী- ৬৭% শুধু জীবন যাত্রার ব্যয়ভার বহনে (খাদ্য ও বিভিন্ন বিল আদায়) অতিরিক্ত অর্থের যোগান দিতে যৌনকর্মী বনে গেছেন। আর ৫৩% বাড়িভাড়ার যোগান দেওয়ার জন্য যৌনকর্মীর পেশায় নেমেছেন। ৩৫% বলেছে যৌনকর্মী হিসেবে কাজ করে তারা যে অর্থ পান তা তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির যোগান দিতে ব্যবহৃত হয়। আর ২৫% বলেছেন, তাদের উপার্জিত অর্থ স্নাতকোত্তর পর্যায়ের ঋণ শোধে বা ঋনে জর্জরিত হওয়ার হাত থেকে বাঁচতে কাজে লাগে। যুক্তরাজ্যের ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস (এনইউএস) এর এক জরিপে এই ভীতিপূর্ণ চিত্রটি উঠে আসে। এনইউএস যুক্তরাজ্যের সেক্স ওয়ার্কার্স ওপেন ইউনিভার্সিটি এবং ইংলিশ কালেকটিভ অফ প্রস্টিটিউটের সঙ্গেও কাজ করে। যৌন পেশায় কর্মরত তরুণদের জীবন ও অভিজ্ঞতার বিষয়ে আরো বিস্তারিত তথ্য-উপাত্ত বের করে আনতে জরিপ চালায় এনইউএস। যাদের উপর জরিপ চালানো হয় তাদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ২৫। যুক্তরাজ্যের দুটি রাজ্য- ইংল্যান্ড এবং ওয়েলসে যৌনপেশা বেআইনী নয়। তবে এই পেশাকে ঘিরে কিছু কর্মকাণ্ডকে বেআইনী ঘোষণা করা হয়েছে। ২০০৩ সালের যৌন অপরাধ আইনে বেশ্যাবৃত্তিকে উস্কে দেওয়া বা ব্যক্তিগত লাভালাভের জন্য যৌন পেশাকে নিয়ন্ত্রণের কাজকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। একই মাসে প্রকাশিত আরকেটি জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের প্রতি ২০ জনের একজনই যৌন পেশায় নিয়োজিত আছেন। সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তিন বছর ধরে ওই গবেষণাটি চালান।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment