Social Icons

Monday, July 18, 2016

অলিম্পিক থেকে রুশদের বের করে দিতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র রিও অলিম্পিক থেকে রুশদের বের করে দেয়ার মিশনে নেমেছে বলে দাবি করলেন ইউরোপীয় অলিম্পিক প্রধান প্যাট হিচকি। ঘটনাটিকে দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, আসন্ন রিও অলিম্পিক থেকে রাশিয়াকে বের করে দেয়ার প্রচারণায় নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা
ইউরোপীয় অলিম্পিক কমিটির সভাপতি হিচকি বলেন, বিশ্ব মাদক বিরোধী এজেন্সির এ্যাথলেট কমিশন প্রধান যুক্তরাষ্ট্র্র ও কানাডার এই প্রচারণার পক্ষে সমর্থন জানিয়েছেন।
 
রুশ সরকার তাদের ক্রীড়াবিদদের বাঁচাতে ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকের ডোপিং নমুনা সংগ্রহের বিষয়টিকে প্রভাবিত করেছে বলে কানাডীয় আইনজীবী রিচার্ড ম্যাকলানের অভিযোগ চার দিকে ঝড় তুলেছে।
 
ডোপিং ঝড়ের কবলে পড়ে ইতোমধ্যে রাশিয়াকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস। তবে হিচকি বলেছেন, ‘রিপোর্ট প্রকাশের আগেই যুক্তরাষ্ট্র ও কানাডা কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে। যা আমাকে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে।’
 
তিনি বলেন, ‘আমার উদ্বেগের বিষয় হচ্ছে কোন তথ্য-প্রমাণ উপস্থাপনের আগেই এ ধরনের প্রচারণার মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করা।’
 
হিচকির মতে এই ধরনের হস্তক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায়সঙ্গত প্রক্রিয়ার সম্পূর্ণ পরিপন্থী। যে কারণে গুরুত্বপূর্ণ তদন্ত রিপোর্টের যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুন্ন করবে।
 
হিচকি বলেন, ‘ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) অ্যাথলেটিকস কমিশনের কানাডীয় সভাপতি ও আইওসি সদস্য বেচকি স্কট মার্কিন ও কানাডীয় এন্টি ডোপিং এজেন্সির সমর্থনে আইওসি সভাপতি টমাস বাখ এর কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন। যে মেইলটিতে তিনি রাশিয়ান অলিম্পিক কমিটিকে রিও ২০১৬ অলিম্পিক গেমস থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন করেছেন।
 
মার্কিন ও কানাডার জাতীয় এন্টি-ডোপিং এজেন্সির আবেদনের ভিত্তিতে এমন একটি প্রত্যাশা অভূতপূর্ব। ম্যাকলারেনের নিরপেক্ষ তদন্ত রিপোর্টের তথ্যকেও সেটি প্রভাবিত করেছে।’
 
হিচকি বলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবার আগ মুহূর্ত পর্যন্ত ম্যাকলারেনের রিপোর্টটি গোপনীয়। কিন্তু ই-মেইল বার্তা ও চিঠি এটি প্রমান করে যে, রিপোর্টটির নিরপেক্ষতা ও গোপনীয়তার বিষয়টি আপোষ রফার ভিত্তিতে হয়েছে।
 
হিচকির তথ্য মতে মার্কিন ও কানাডীয় রিপোর্টে স্বাক্ষর করার জন্য ইউরোপের তিনটি এন্টি-ডোপিং এজেন্সিকেও প্রস্তাব দেয়া হয়েছিল।
 
ইউরোপীয় অলিম্পিক প্রধান বলেন, ‘এর মাধ্যমে এটি পরিস্কার হয়ে গেছে যে, শুধুমাত্র রাশিয়ান অলিম্পিক দলকে নিষিদ্ধ করতেই তারা সমর্থন আদায় করতে চেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কোন কর্তৃত্ব বলে মার্কিন ও কানাডীয় এন্টি-ডোপিং এজেন্সিগুলো এমন চিঠি লিখেছে? আর অলিম্পিক পরিবারের একটি দেশকে আন্তর্জাতিক ইভেন্টে নিষিদ্ধ করার দায়িত্বই বা তাদের কে দিয়েছে? আমি জানি ডোপিংয়ের বিষয়টি এই মুহূর্তে একটি আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয়। তবে স্বচ্ছ ও আইনি প্রক্রিয়া ছাড়া অলিম্পিক অখন্ডতায় কোন গ্রুপের হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।’ এএফপি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates