রিও অলিম্পিকে চারজন মহিলা অ্যাথলেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি অলিম্পিক কমিটি। রবিবার দেশটির এনওসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মুসলিম অধ্যুষিত দেশটিতে মহিলাদের ওপর বিভিন্ন বিষয়ে বিধি নিষেধ আরোপিত আছে। এমনকি দেশটিতে কোন মহিলার গাড়ি চালানোর কোন অনুমতি নেই। এরপরেও আসন্ন রিও অলিম্পিকে মহিলাদের দল পাঠানোকে অনেকেই প্রশংসার চোখে দেখেছে। সারা আল-আত্তার, লুবনা আল-ওমাইর, কারিমান আবু আল-জাদালি ও ওজুদ ফাহমি এবারের অলিম্পিক গেমসে সৌদি আরবকে প্রতিনিধিত্ব করবে। এই নিয়ে দ্বিতীয়বারের মত অলিম্পিকে সৌদী আরবের মহিলা অ্যাথলেটরা অংশগ্রহণ করছেন।
যদিও প্রথমে সিদ্ধান্ত ছিল এই দলে শুধুমাত্র সাতজন পুরুষ অ্যাথলেট থাকবে। মহিলাদের অংশগ্রহণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন ছিল। সব ধরনের বিতর্ক এড়াতেই পুরুষ ও মহিলাদের দল আলাদা আলাদা ভাবে ঘোষণা করা হয়। সৌদি অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী হোসাম আলকুরাশি বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে চারজন মহিলাই ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রথমবারের মত সৌদির মহিলা অ্যাথলেটরা অংশ নিয়ে ইতিহাস রচনা করেছিল।
এবারের অংশগ্রহণকারী অ্যাথলেটদের মধ্যে আত্তারের অভিজ্ঞতাই বেশি, তিনি লন্ডনেও দলের সাথে ছিলেন। ৮০০ মিটার স্প্রিন্টে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন। তার সাথে অ্যাথলেটিক্সে আরো রয়েছেন আবু আল-জাদালি। তার ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট। এ ছাড়া ওমাইর ফেন্সিংয়ে ও ফাহমি জুডো অনুর্ধ্ব-৫২ কেজিতে অংশ নেবেন।
সৌদি আরবে মহিলাদে খেলাধুলার ব্যপারে অনেক কঠিন বাঁধা পেরুতে হয়। যেকোন ইভেন্টেই তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে অংশগ্রহণ করতে হয়। পড়াশুনা, বিবাহ, বিদেশে ভ্রমণ সব ক্ষেত্রেই তাদের পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। বাসস।


No comments:
Post a Comment