সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। শহরের পূর্বঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে রাশিয়া বা সিরীয় যুদ্ধবিমান এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে শহরে বিদ্রোহীদের গোলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেশকিছু জায়গায় ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। একটি হাসপাতালে বোমার আঘাতে অনেক কর্মচারী ও রোগী আহত হয়। হাসপাতালের চিকিত্সক মোহাম্মদ খেইর এএফপিকে বলেন, মধ্যরাত থেকে এ হামলা চালানো হয়। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করে আমাদের ওপর বোমা পড়ল। যখন বাইরে বের হয়ে আসলাম তখন দ্বিতীয়টি পড়লো, এরপর আরো একটি আঘাত হানল। বলেন আহমদ এরফান।
দেশটির বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র আলেপ্পোর পশ্চিমাঞ্চল সরকারি বাহিনী ও পূর্বাঞ্চল বিদ্রোহীরা দখলে নিয়েছে। সম্প্রতি রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশকিছু এলাকা দখলে নিয়েছে এবং তুরস্কের সাথে যোগাযোগ রক্ষাকারী দুইটি রুট বন্ধ করে দিয়েছে। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment