ভারতের হরিয়ানায় ২০ বছর বয়সী এক দলিত তরুণীকে পাঁচজন গণধর্ষণ করে ঝোপে ফেলে গেছে। এই পাঁচজনই তিনবছর আগে এই তরুণীকে ধর্ষণ করেছিল।
মর্মস্পর্শী দুর্ঘটনার শিকার এই তরুণীর পরিবার জানিয়েছে, ধর্ষকরা সম্প্রতি জামিনে বেরিয়ে আগের ধর্ষণের মামলা মিটমাট করার প্রস্তাব দিচ্ছিল। মামলা করার জন্যই তাদের মেয়েকে শাস্তি দিয়েছে ওই ধর্ষকেরা।
জানা গেছে, মেয়েটিকে কলেজ থেকে ফেরার সময়ে গাড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। তারপরে মরণাপন্ন অবস্থায় একটি ঝোপে ফেলে চলে যায়।
নির্যাতিত ওই দলিত নারীর পরিবার তিন বছর আগের সেই দুর্ঘটনার পরে হরিয়ানার ভিওয়ানির বাড়ি ছেড়ে রোথাকে চলে আসে । ধর্ষকরা সবাইর উচ্চবর্ণের হিন্দু এবং তাদের পরিবার ৫০ লাখ টাকায় মামলা মিটমাট করে নেয়ার জন্য হুমকি দিচ্ছিল।
নির্যাতিতার মা বলেন, আমরা ভিওয়ানিতে থাকতাম। ওই ঘটনার পরে সেখান থেকে পালিয়ে রোথাকে আসি। আমি আমার সন্তানদের পড়াশোনা করাতে এখানে এসেছিলাম। পুলিশ জানিয়েছে, নির্যাতিতাকে রোথাকের সুখপুরা চক এলাকার ঝোপ থেকে গত বুধবারে উদ্ধার করা হয়। সেখানেই ওই তরুণী মামলা করে। মামলার এফআইআর করা হয়েছে এবং হামলাকারীদের ভিওয়ানিকে খুঁজছে পুলিশ। এনডিটিভি।


No comments:
Post a Comment