ব্রাজিলে অলিম্পিক গেমসে নাশকতা চালানোর আশঙ্কায় ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে তারা সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্য নয় বলে সংবাদমাধ্যমে জানা গেছে।
ব্রাজিলের বিচারমন্ত্রী আলেক্সান্দার মোরায়েস এক বিবৃতিতে বলেছেন, ওই ১০ ব্যক্তি অলিম্পিক গেমস চলাকালে হামলার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু পুলিশ আগেই টের পেয়ে যাওয়ায় তাদের সে পরিকল্পনা ভেস্তে গেছে। আটক ১০ জনই ব্রাজিলের নাগরিক। তবে তাদের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আটক করা হয়েছে। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। আটক দলটির কাছ থেকে একে ৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এখনো ওই দলের সন্দেহভাজন আরো দুজনকে খুঁজছে পুলিশ।
ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ২১ আগস্ট থেকে শুরু হতে চলেছে অলিম্পিক গেমস।
No comments:
Post a Comment