তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশংকায় রাশিয়ার নাগরিকদের তুরস্কে বিমান ভ্রমনের ওপর যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা তুলে নিয়েছে মস্কো। শুক্রবার এই সিদ্ধান্ত নেয় রাশিয়া।
রাতে দেয়া পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া থেকে তুরস্কগামী সকল এয়ারলাইন্সের ফাইট ২২ জুলাই থেকে নিয়মিতভাবে আবারো চালু করা হয়েছে।
তুরস্কে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার প্রেক্ষাপটে মস্কো শনিবার থেকে বিমানযোগে রাশিয়ার নাগরিকদের আঙ্কারা সফর নিষিদ্ধ করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে সফরে থাকা রাশিয়ার পর্যটকদের দেশে ফিরিয়ে আনতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।
রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে তুরস্কের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর পরিবহন মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তের কথা জানায়। আরটি
No comments:
Post a Comment