ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের গণসংযোগ কর্মকর্তা আরশিত কুরেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কোচিতে হওয়া এক মামলার ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশে গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। নিহত জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ রয়েছে।
রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি অনুষ্ঠান তার ফেসবুক পেজে পোস্ট করেছিল। তখনই অভিযোগ পাওয়া যায় যে, ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া জঙ্গিরাও জাকির নায়েককে অনুসরণ করতেন।
এজন্য তাকে নিষিদ্ধ করার দাবি ওঠে। বাংলাদেশে বন্ধ হয় পিস টিভি। তবে জাকির নায়েকের জনসংযোগ কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি গুলশান হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।
No comments:
Post a Comment