বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। ফলে আসন্ন রিও অলিম্পিকে বোল্টের অংশ গ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। শুক্রবার জ্যামাইকান অলিম্পিক ট্রায়ালে ১’শ মিটার ইভেন্ট শুরুর আগ মূর্হুতে ইনজুরির কারনে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বোল্ট।
নিজের ইনজুরির ব্যাপারে এক বিবৃতিতে বোল্ট বলেন, ‘প্রথম রাউন্ডে দৌঁড়ানোর সময় হ্যামস্ট্রিং নিয়ে কিছুটা অস্বস্তিবোধ করছিলাম। সেমিফাইনালেও একই অবস্থা অনুভব করলাম। ফলে দ্য ন্যাশানাল চ্যাম্পিয়নশীপের প্রধান ডাক্তারের কাছে নিজের হ্যামস্ট্রিং-এ পরীক্ষা করলাম। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবো।’
বোল্টের ব্যাপারে জ্যামাইকান অ্যাথলেটিক্স এডমিনিষ্টেশন এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক গ্যারেথ গেইল বলেন, ‘শনিবার ২’মিটার হিটে যদি অংশ নিতে না পারেন বোল্ট, তবে অলিম্পিকের দলে তার জায়গা হবে না।’
বেইজিং অলিম্পিকে ‘ট্রেবল’ জয়ের পর ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১শ’ ও ২শ’ মিটারের পাশাপাশি ৪শ’ মিটার রিলেতেও স্বর্ণ জিতেছিলেন বোল্ট। তাই বেইজিং ও লন্ডন অলিম্পিকের সাফল্য রিও’তেও ধরে রাখা প্রধান লক্ষ্য বোল্টের।
No comments:
Post a Comment