কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারার পর অবসরের সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে চটেছেন দান সতীর্থ কার্লোস তেভেজ।
তবে তার ক্ষোভ মেসির উপর নয়। তার অভিযোগের আঙ্গুল দেশটির ফুটবল ফেডারেশনের দিকে।
তিনি বলেন, ‘মেসির এমন সিদ্ধান্ত নেয়ার কারণ আমি বুঝতে পেরেছি। তাকে এমন সিদ্ধান্ত নিতে ফেডারেশন বাধ্য করেছে। কারণ, আমাদের ফুটবল ফেডারেশন সত্যিই একটা জগাখিচুরি (বিশৃঙ্খল) ফেডারেশন।’
তেভেজ জানান, আমরা দেখেছি মেসি আর তার সতীর্থরা কিভাবে দেশের জার্সির টানে মাঠে লড়াই করেছে। অথচ আমাদের ফুটবল ফেডারেশন মেসিকে সব সময়ই অবহেলা করে আসছিল।
তেভেজ আরও জানান, আমরা মেসির পাশেই আছি। দেশের দায়িত্ব পালন করতে করতে সে খুব ক্লান্ত। আর এটাই স্বাভাবিক। আমি নিজেও একাধিকবার জাতীয় দলের হয়ে খেলে ক্লান্তি অনুভব করেছি। মেসিকে বিশ্রামের জন্য আরও সময় দিতে হবে। এটা তার খুবই প্রয়োজন।
No comments:
Post a Comment