Social Icons

Tuesday, July 19, 2016

জার্মানিতে ট্রেনে কুড়াল নিয়ে হামলা, আক্রমণকারী নিহত

দক্ষিণ জার্মানের একটি ট্রেনে কুড়াল ও ছুড়ি নিয়ে আফগান এক কিশোর আক্রমণ করে ৪ জনকে আহত করছে। এরপর হামলাকারী কিশোর পালিয়ে যাবার সময় পুলিশের গুলিতে মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় তিন জন মারাত্মক আহত হয়েছেন এবং একজন আশঙ্কা মুক্ত।
 
প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল, জার্মান ট্রেনে এক কিশোর কুড়াল ও ছুড়ি নিয়ে আক্রমণ চালালে ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশ জানায়, ২০ জনের মধ্যে ১৪ জনকে হামলার সময় উপস্থিত থাকার কারণে মানসিক স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। বাকি ৬ জনের মধ্যে দুইজন খুবই সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। অপর ৪ জন হাসপাতালে আছে।
 
 
এদিকে জার্মান পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনও নিশ্চিত নয়। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে।
 
বাভিরিয়ানের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমন বলেন, ১৭ বছরের এক আফগান শরণার্থী আক্রমণ চালিয়েছে। অক্সিফোর্ট শহরের নিকটে সে বসবাস করছিল। জার্মানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এআরডি'কে তিনি বলেন, অভিভাবকহীন শিশু-কিশোর হিসেবে সে জার্মানে প্রবেশ করেছিল।
 
তিনি আরো বলেন, হামলাকারী কিছু একটা বলে চিৎকার করে হামলা চালায়। আমরা বিষয়টা আরো খতিয়ে দেখার চেষ্টা করছি।
 
এদিকে জার্মানের বেশ কিছু গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী হামলা চালানোর পূর্বে 'আল্লাহু আকবার' (আল্লাহ মহান) বলে চিৎকার করেছিল।
 
জার্মানের শহর ট্রাইটলিংগেন থেকে ওর্জবার্গ গামী ট্রেনে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে এই হামলা চালানো হয়। হামলা করার পর হামলাকারী সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এ সময় পুলিশের মুখোমুখি হলে পুলিশ তাকে আটকের জন্য গুলি চালায় এবং কিশোরটি মারা যায়।
 
এর আগে গত মে মাসে 'আল্লাহু আকবার' বলে চিৎকার দিয়ে ছুড়ি দিয়ে আঘাত করে একজনকে হত্যা করে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছিল আরো ৩ জন। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates