পাকিস্তানে সামজিক মিডিয়া তারকা কানদিল বালুচ হত্যাকাণ্ডে অভিযুক্ত ভাইকে ক্ষমা না করতে তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। দেশটিতে অনার কিলিংকে নিরুত্সাহিত করতেই এ বিরল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক সূত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সরকার বালুচের পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এটা খুবই বিরল একটি ঘটনা। দেশটিতে হত্যার মত গুরুতর অপরাধে ‘ক্ষমা’ করে দেওয়ার বৈধ নিয়ম প্রচলিত রয়েছে। এর ফলে অপরাধী শাস্তি থেকে পলায়নের পথ পেয়ে যায়। যা অনার কিলিংয়ের মত ভয়ানক কাজে তাদেরকে আরো উজ্জীবিত করে।
গত শুক্রবার বালুচকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করে তার ভাই ওয়াসিম আজিম। তিনি বলেন, এতে তার কোন পরিতাপ হচ্ছে না। কেননা সে আমাদের পরিবারের সম্মান ক্ষুণ্ন করেছে। দেশটিতে প্রতি বছর পাঁচ শতাধিক মানুষ অনার কিলিংয়ের শিকার হন, যাদের বেশিরভাগই নারী। সূত্র: আল জাজিরা
No comments:
Post a Comment