তুরস্কের একটি আদালত ব্যর্থ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্যে বিমান বাহিনীর সাবেক প্রধানসহ ২৬ সিনিয়র জেনারেলের রিমান্ড মঞ্জুর করেছে। প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার এ অভ্যুত্থান প্রচেষ্টা চালানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, সোমবার আঙ্কারা আদালতে এক শুনানি শেষে আটক এসব জেনারেলকে রিমান্ডে নেয়া হয়। এদের মধ্যে তুরস্কের সাবেক বিমান বাহিনী প্রধান জেনারেল আকিন ওজতুর্ক রয়েছেন। তুরস্কের কিছু কিছু সংবাদ মাধ্যম তাকে অভ্যুত্থান পরিকল্পনার মূল হোতা হিসেবে বর্ণনা করেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
বিচার হওয়ার আগ পর্যন্ত এসব জেনারেলকে কারাগারে রাখা হবে। বিচার কার্যক্রম কবে শুরু হবে তা জানা যায়নি। এসব জেনারেলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের মধ্যে উল্লেখযোগ্য সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গ, সশস্ত্র গ্রুপকে নেতৃত্ব দেয়াসহ প্রেসিডেন্টকে হত্যার প্রচেষ্টা।
কৌঁসুলিদের কাছে পাঠানো এক বার্তায় আকিন অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার বিষয়টি অস্বীকার করেন। আনাদুলু বলছে, অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশব্যাপী এ পর্যন্ত অন্তত ১১৩ জেনারেল ও অ্যাডমিরালকে আটক করা হয়েছে। এএফপি।
No comments:
Post a Comment