তাইওয়ানে পর্যটকদের বহন করা একটি বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাজধানী তাইপের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, দর্শনার্থীরা ছিল চীনের মূল ভূখণ্ডের।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি একটি মহাসড়কের প্রাচীরে জোরে ধাক্কা খাওয়ায় এতে আগুন ধরে যায়। তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৪ জনের এ পর্যটক গ্রুপ চীনের উত্তরপূর্বাঞ্চলীয় দালিয়ান নগরী থেকে এসেছিল। এদের মধ্যে আটজন পুরুষ ও ১৬ জন নারী।
এ দুর্ঘটনায় তাইওয়ানের ওই গাড়ি চালক ও ট্যুর গাইডও নিহত হয়। তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। গ্রুপটি গত মঙ্গলবার তাইওয়ানে পৌঁছে। তাদের বিকেল সাড়ে চারটায় বিমান যোগে দালিয়ানে ফিরে যাওয়ার কথা ছিল। দুপুর ১ টার সামান্য আগে এ দুর্ঘটনা ঘটে। এএফপি।
No comments:
Post a Comment