বরিশালের আগৈলঝাড়ায় সালিশে ধর্ষিতা স্কুলছাত্রীর সম্ভ্রমের মূল্য ধরা হয়েছে দেড় লাখ টাকা। পটুয়াখালীর মির্জাগঞ্জে বিধবাকে ধর্ষণের দায়ে ধর্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
আগৈলঝাড়া : নাঘিরপাড় গ্রামে হতদরিদ্র পরিবারের দশম শ্রেণীর ছাত্রীকে আমরী মণ্ডলের ছেলে কলেজ পড়ুয়া দুলাল মণ্ডল ধর্ষণ করে। ধর্ষিতা স্কুলছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি।
পরে স্কুলছাত্রীর বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৩ জুলাই মামলা করেন। ১৬ জুলাই বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির নেতৃত্বে নাঘিরপাড় কালী মন্দিরে সালিশ বৈঠক হয়। বৈঠকে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ারসহ স্থানীয় প্রভাবশালীরা ছিলেন।
ওই সালিশে ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক নগদ ৩০ হাজার টাকা ধর্ষক পরিবার পরিশোধ করে।
বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি সালিশ বৈঠকের কথা স্বীকার করে বলেন, সালিশের রায় দিয়েছেন বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এআর ফারুক বক্তিয়ার এবং জরিমানার ৩০ হাজার টাকাও তার কাছে জমা রয়েছে।
মির্জাগঞ্জ : সোমবার সন্ধ্যায় মাধবখালী ইউনিয়নের শিশুর হাটে সালিশ বৈঠকে ধর্ষক মুনসুর হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় প্রভাবশালীরা। এ সময় ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার সেখানে ছিলেন।
মঠবাড়িয়ায় প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষিত : মঠবাড়িয়া প্রতিনিধি জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধী এক গৃহবধূ ধর্ষিত হয়েছেন। এ ঘটনায় সোমবার ধর্ষিতার স্বামী ধর্ষক প্রতিবেশী ছগির আকনের বিরুদ্ধে মামলা করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment