লিবিয়ায় ফ্রান্সের তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
লিবিয়ায় ফ্রান্সের সেনা রয়েছে একথা এই প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হল।
এসব সেনার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, 'ফ্রান্সের এ তিন সেনা কর্মকর্তা নিহত হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রী জ্যাঁ-ইয়েভস লি দ্রিয়ান গভীর শোক প্রকাশ করেন।'
তিনি নিহত এসব সেনার সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তাদের পরিবারের প্রতি তার শোক বার্তা পাঠান।
এর আগে ফ্রান্স স্বীকার করেছিল, উত্তর আফ্রিকার সংঘাতপূর্ণ এ দেশে জঙ্গিদের অবস্থান জানতে নিরীক্ষা অভিযান চালাচ্ছে। দেশটিতে ইসলামিক স্টেট-আইএস জিহাদিদের শক্ত অবস্থান রয়েছে।
লি মন্ডে ডেইলির খবর অনুযায়ী, এর আগে প্যারিস কখনও স্বীকার করেনি লিবিয়ায় তাদের বিশেষ বাহিনী রয়েছে।
সূত্র: বাসস।
Wednesday, July 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment