মুস্তাফিজুর রহমানের কাউন্টি খেলা নিয়ে সংশয় কাটছিলে না। বিসিবির কাছে স্পষ্ট জবাব না পেয়ে শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারাকে দলে ভিড়িয়েছিলো সাসেক্স।
তবে এবার সব অনিশ্চয়তা কাটিয়ে মুস্তাফিজকে কাউন্টি খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আগামী ১৩ জুলাই ঢাকা ছাড়বেন এই কাটার মাস্টার।
সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্ট ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ খেলবেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, মুস্তাফিজের মেডিকেল রিপোর্ট ইতিবাচক। তার ইংল্যান্ডের ভিসার জন্য আবেদন করা হয়েছে।
তিনি বলেন, ‘মুস্তাফিজ ট্রেনিং সেশনে ভালো করছে। আমরা আশা করছি সে আরো উন্নতি করবে। ভিসা পাওয়া সাপেক্ষে ১৩ জুলাই রওনা দেবে মুস্তাফিজ।
তাহলে ১৫ জুলাই সাসেক্সের হয়ে প্রথম মাঠে নামতে দেখা যেতে পারে তাকে। প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। ২ আগস্ট পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন তিনি।
তবে তার বিলম্বে যোগদানের জন্য কুলাসেকারাকে দলে নিয়েছে সাসেক্স। তার ব্যাপারে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি কর্তৃপক্ষ থেকে। ক্রিকইনফো
No comments:
Post a Comment